২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০০

আয়ারল্যান্ড পৌঁছেছেন মুশফিক-তামিমরা

ইংল্যান্ডের সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করার পর ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে আয়ারল্যান্ড পৌঁছেছে টাইগাররা। রবিবার অধিনায়ক মাশরাফিকে ছাড়াই আয়ারল্যান্ডে পৌঁছায় টাইগাররা।
 পারিবারিক সমস্যার কারণে সাসেক্সে ক্যাম্প চলাকালীন বাংলাদেশে ফিরে আসেন ম্যাশ।
রোববার বাংলাদেশ সময় চারটা ২০ মিনিটে আয়ারল্যান্ডের বেলফাস্ট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সাকিব-তামিম-মুশফিকদের বহনকারী বিমান। দুই ঘন্টার বিমান ভ্রমন করে আয়ারল্যান্ড পৌঁছেছে লাল-সবুজ জার্সিধারীরা। এর আগে স্থানীয় সময় সাড়ে নয়টায় লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর থেকে আয়ারল্যান্ডের উদ্দেশে যাত্রা শুরু করে বাংলাদেশ।
এবার আয়ারল্যান্ড মিশনে  আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। আগামী ১২ মে থেকে শুরু হবে টুর্নামেন্টটি। উদ্বোধনী দিন আইরিশদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজ শেষে ইংল্যান্ডে পাড়ি জমাবে বাংলাদেশ। কারণ আগামী ১ জুন থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আসরের প্রথম দিনই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
N/A
প্রকাশ :মে ৭, ২০১৭ ৮:৩৪ অপরাহ্ণ