নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া উদ্ধার করা হয়েছে একটি দেশীয় পাইপ গান ও দুই রাউন্ড গুলি। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার ছয় উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলাব্যাপী সন্ত্রাস ও নাশকতাবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ১২ জন, হরিণাকুন্ডু থেকে একজন, মহেশপুর থেকে চারজন, কালীগঞ্জ থেকে চারজন, কোটচাঁদপুর থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া শৈলকুপা থেকে অস্ত্র ও গুলিসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানান তিনি।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

