১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৮

সংসদের সিদ্ধান্তই চূড়ান্ত: মেনন

নিজস্ব প্রতিবেদক:

সংসদে আনা সংবিধানের সংশোধনী উচ্চ আদালতে অবৈধ ঘোষণার পরও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, রাষ্ট্র চলবে সংসদের সিদ্ধান্তে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেনন বলেন, ‘সুপ্রিম কোর্টের রায়ের কারণে সংসদের সিদ্ধান্ত বাতিল হতে পারে না। কারণ সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে।’

‘আরেকটি বিষয় হচ্ছে ১৯৭২ সালের আমাদের মূল সংবিধানে বিষয়টি ছিল। সংসদ যে সিদ্ধান্ত দিয়েছে সেটি কিন্তু মূল সংবিধানকে কোনোভাবেই ক্ষুন্ন করেনি।’

বিচারক অপসারণ ক্ষমতা সংসদে ফিরিয়ে আনার বিষয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী আগেই অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল সোমবার খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। ফলে সামরিক সরকারের আমলে বিচারক অপসারণ বিষয়ে করা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলই বহাল রইল।

বর্তমান সরকার ২০০৯ সালের শুরুতে ক্ষমতায় আরোহনের পর দুই দফা সংবিধান সংশোধন করেছে। প্রথম দফায় ২০১১ সালের ৩০ জুন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে পঞ্চদশ সংশোধনীতে নির্বাচিত সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করা হয়। এরপর ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বরে বাহাত্তরের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনঃস্থাপনের মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে ফিরিয়ে দেয়ার বিধান পাস হয়।

সংবিধানের এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০১৬ সালের ৫ মে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ বলে রায় ঘোষণা করে।

মামলাটির সঙ্গে সাংবিধানিক বিষয় জড়িত থাকায় হাইকোর্ট সরাসরি আপিলের অনুমতি দেয়। গত ৮ মে পেপার বুক থেকে রায় পড়ার মাধ্যমে এই মামলার আপিল শুনানি শুরু হয়। গত ১ জুন ১১তম দিনের শুনানি নিয়ে বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে আপিল বিভাগ। সোমবার প্রকাশ হয় আপিল বিভাগের রায়। আর এতে রাষ্ট্রপক্ষের আপিল সরাসরি খারিজ করে দেয়া হয়।

সর্বোচ্চ আদালতের এই রায় আওয়ামী লীগ সরকারের জন্য উচ্চ আদালতে সবচেয়ে বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, এই রায়ে তিনি হতাশ ও দুঃখিত। সরকারের সঙ্গে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেয়ার কথাও বলেছেন তিনি। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, উচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায় থাকবেন তারা। এই রায় দেখেই পরবর্তী পদক্ষেপ নেয়ার কথাও বলেন মন্ত্রী।

আওয়ামী লীগের রাজনৈতিক জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের প্রতিক্রিয়া আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের মতো নয়। তিনি স্পষ্টতই বলেছেন, দেশ চলবে সংসদের সিদ্ধান্তে। মেনন বলেন, ‘যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন সেটা নিয়ে আমরা নিশ্চয়ই সংসদে আলোচনা করব।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৩, ২০১৭ ৩:০৪ অপরাহ্ণ