নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর চকবাজার কামালবাগ এলাকায় ফিরোজা বেগম নামে পঞ্চাশোর্ধ্ব এক নারীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ফিরোজা লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার আলী হোসেনের স্ত্রী। ফিরোজা বেগম এক ছেলে জসিমকে নিয়ে চকবাজার কামালবাগ এলাকায় ভাড়া থাকলেও স্বামী আলী হোসেন দেশের বাড়িতে থাকেন।
চকবাজার থানারর উপ পরিদর্শক (এসআই) মুনতাজ আলী জানান, রাতে খবর পেয়ে বাসার রান্না ঘরে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলা চিকিৎসক মৃত ঘোষণা করে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। রান্না ঘর থেকে রক্ত মাখা শীল উদ্ধার করা হয়েছে।
পুলিশের ধারণা, ফিরোজা বেগমকে শীল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই মুনতাজ আলী।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

