১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৪

নকিয়ার নতুন দুই ফিচার ফোন

নিজস্ব প্রতিবেদক:

নকিয়া নামে নতুন দুই ফিচার ফোন আনছে নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। ফোন দুইটির মডেল নকিয়া ১০৫ এবং নকিয়া ১৩০। ফোন দুইটি তৈরির জন্য চীনের মোবাইল ফোন সার্টিফিকেশন অর্থোরিটি টিইএনএএ-এর সনদ পেয়েছে প্রতিষ্ঠানটি।

টিইএনএএ-এর সনদের তথ্য অনুযায়ী নকিয়া ১০৫ ফোনটি টিএ-১০১০ কোড নেমে তৈরি হচ্ছে। অন্যদিকে নকিয়া ১৩০ ফোনটি টি-১০৩৪ কোড নেমে তৈরি হচ্ছে।

নকিয়া ১৩০ ফোনটিতে ক্যামেরা থাকছে। এতে ডুয়েল সিম ব্যবহার করা সুযোগ রয়েছে। কেননা, এতে ডুয়েল নেটওয়ার্ক স্ট্যান্ডবাই ফিচার রয়েছে। এতে থ্রিজি নেটওয়ার্ক কানেকটিভিটি নেই। তবে ফোনটি টুজি নেটওয়ার্ক সমর্থন করে। অপর মডেল নকিয়া ১০৫  ফোনটিতে কোনো ক্যামেরা থাকবে না। এই ফোনটির মূল্য হবে ১১ ইউরো।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৩, ২০১৭ ১২:২০ অপরাহ্ণ