১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২০

ফ্রান্সে মসজিদের বাইরে বন্দুকধারীর হামলায় আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক:

ফের রক্তাক্ত হল ফ্রান্স। ফ্রান্সে মসজিদের বাইরে বন্দুকধারীর হামলায় গুরুতর আহত হয়েছেন আট জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। ফ্রান্স কর্তৃপক্ষ এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছে।

স্থানীয় সময় রবিবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। ফ্রান্সের অ্যাভিগনন শহরের মসজিদের বাইরে দুই বন্দুকধারীর হামলায় তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

জানা গেছে, বাংলাদেশ সময় সোমবার ভোরে অ্যাভিগনন শহরের দুই ব্যক্তির মধ্যে হঠাৎই গুলির লড়াই বেধে যায়। প্রকাশ্যেই একে অপরকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পথচলতি সাধারণ মানুষের শরীরে যেয়ে লাগে। দুই বন্দুকধারীর এমন এলোপাথাড়ি গুলির জেরে আহত হন কমপক্ষে আটজন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কা জনক।

এদিনের এই ঘটনার খবর পেয়ে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। দুই বন্দুকধারীর মধ্যে একজনকে ধরে ফেলে পুলিশ। এদিনের এই ঘটনার পেছনে কোনও জঙ্গি যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আটক সেই ব্যক্তির সঙ্গে কোনও জঙ্গি গোষ্ঠীর সম্পর্ক আছে কি না তাও জানার চেষ্টা শুরু হয়েছে। এলাকায় বন্দুকবাজের হামলায় জেরে গোটা দেশজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৩, ২০১৭ ১২:০৪ অপরাহ্ণ