১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৪

যুক্তরাষ্ট্রকে চীনের হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ দ্বীপের কাছে একটি মার্কিন রণতরী পৌঁছেছে। রোববার (২ জুলাই) রাতে এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউএসএস স্টেথেম নামের ওই রণতরী পারাসেল দ্বীপের অংশ ট্রাইটনের ১২ নটিক্যাল মাইলের মধ্য দিয়েছে গেছে। চীনের দাবিকৃত ট্রাইটন নামের ওই দ্বীপকে ঘিরে অনেকদিন ধরেই বিরোধ চলছে। জাতিসংঘ নিয়ম অনুযায়ী কোনো দ্বীপের উপকূল থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত এলাকাই শুধু ওই দ্বীপ নিজেদের এলাকা বলে দাবি করতে পারে। ফলে মার্কিন রণতরী যেখানে অবস্থান করেছে সেটা নিয়ে অভিযোগ কিছুই নেই চীনের। ট্রাইটন নামের ওই ছোট্ট দ্বীপটিকে ভিয়েতনাম এবং তাইওয়ানও নিজেদের বলে দাবি করে থাকে। সাম্প্রতিক বছর গুলোতে দক্ষিণ চীন সাগরে নিজেদের সীমানা নির্ধারণ নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিরোধিতা করে আসছে চীন। তবে এ ঘটনার প্রেক্ষিতে বেইজিং বলেছে, সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে তারা। দক্ষিণ চীন সাগরে উত্তেজনা কমে যাবার পরও যুক্তরাষ্ট্র একে উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছে চীন। দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ দ্বীপের কাছে একটি মার্কিন রণতরী পৌছানোর ঘটনাকে তারা গুরুতর ‘রাজনৈতিক এবং সামরিক উস্কানি’ বলে অভিহিত করেছে। ঘটনার প্রতিক্রিয়ায় চীন তৎক্ষণাত দ্বীপটিতে জাহাজ এবং যুদ্ধবিমান পাঠিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ফোনালাপের কয়েক ঘন্টার মধ্যেই এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সূত্র: বিবিসি
দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৩, ২০১৭ ১:৩৪ অপরাহ্ণ