১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৫

আনুষ্ঠানিকভাবে টিউলিপের নির্বাচনী প্রচরণা শুরু

অনলাইন:

৮ জুনের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে আনুষ্ঠানিকভাবে শনিবার নির্বাচনী প্রচরণা শুরু করেছেন লেবার পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশি বংশোদ্ভুত টিউলিপ সিদ্দিক। লন্ডন মেয়র সাদিক খানও প্রচারণায় অংশ নেন ।

এসময় আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মেয়ে শেখ রেহেনা, টিউলিপের স্বামী ক্রিস পার্সি, বোন আজমিনা সিদ্দিক রুপন্থি, মেয়ে আজালিয়া।

আগামী ৮ জুনের নির্বাচনে লন্ডনের উত্তরাঞ্চলীয় ‘হ্যাম্পসটেড অ্যান্ড কিলবার্ন’ আসন থেকে লেবার পার্টির হয়ে লড়বেন টিউলিপ।

নিজের প্রচারণা নিয়ে এই ব্রিটিশ রাজনীতিবিদ বলেন, ‘হ্যাম্পসটেড অ্যান্ড কিলবার্ন এলাকায় জয়ের জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাবো।’

আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে গিয়ে বক্তৃতা ও সংবাদ কর্মীদের টিউলিপ বলেন, হ্যামস্টেড-কিলবার্ণের সঙ্গে আমি জন্ম ঋণে আবদ্ধ। এই এলাকার জনগণের সঙ্গে আমার সম্পর্ক এমপি ছিলাম বা আবারও এমপি হবো এর উপর নির্ভর করে না। আমি আমৃত্যু এই এলাকার জনগণের সঙ্গেই থাকতে চাই।

হ্যামস্টেড-কিলবার্নের সঙ্গে তার শৈশব, কৈশোরের স্মৃতিচারণ করে টিউলিপ বলেন, জন্ম নিয়েছি এখানে, বড় হয়েছি এখানে, এদের পাশেই থাকতে চাই।

তিনি তার বক্তব্যে আরো বলেন, সুখে-দুঃখে এই এলাকার মানুষকে সবসময় পাশে পেয়েছি। এদের ভালোবাসার বদৌলতে পার্লামেন্টে বসার সুযোগ পেয়েছি, এই ঋন কি শোধ করা যায়। পাঁচ বছরের জন্যে হ্যামস্টেড-কিলবার্নের জনগণ অনেক আশা করে দায়িত্ব দিয়ে আমাকে পার্লামেন্টে পাঠিয়েছিলেন, কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর দুর্বল নেতৃত্বের কারণে পুরো মেয়াদ আমি পুরণ করতে পারিনি। ফলে এনএইস সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে জনগণের অধিকার সুরক্ষায় পার্লামেন্টে যে সংগ্রাম শুরু করেছিলাম, তা কিছুটা হোঁচট খেয়েছে।

দৃঢ় আশাবাদ ব্যক্ত করে টিউলিপ বলেন, এই হোঁচট কাটিয়ে উঠতে আমার এলাকার জনগণ আবারও লেবারের পেছনে ঐক্যবদ্ধ হবেন, এটি আমার দৃঢ় বিশ্বাস।

উল্লখ্যে, ২০১৫ সালে কনজারভেটিব দলের সাইমন মারকাজকে এক হাজার ১শ’ ৩৮ ভোটে পরাজিত করে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছিলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ।

N/R

প্রকাশ :মে ৭, ২০১৭ ৫:২২ অপরাহ্ণ