৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৪৩

গুলি করে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এলোপাতাড়ি গুলিবর্ষণ করেছে। এ সময় বিএসএফের গুলিতে আহত রসুল মিয়া (৩১) নামের এক বাংলাদেশিকে টেনে হেঁচড়ে ধরে নিয়ে গেছে বিএসএফ।

রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে বুড়িহাট সীমান্তে ১০/১২ জনের একদল গরু ব্যবসায়ী গরু আনতে গেলে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে বিএসএফ। এ সময় গুলিতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে রসুল মিয়া নামের ওই ব্যবসায়ী। পরে তাকে টেনে হেঁচড়ে নিয়ে যায় বিএসএফ। রসুল মিয়া কালিগঞ্জ উপজেলার সেবকদাশ গ্রামের হযরত আলীর ছেলে।

বিজিবি সূত্র জানান, রবিবার ভোরে উপজেলার বুড়িরহাট সীমান্তের মেইন পিলার ৯১৫-এর ৫ নম্বর সাব পিলার সংলগ্ন সীমান্তের কাছে রসুলসহ ১০/১২ জন গরু ব্যবসায়ী ভারতের ওপারে গরু আনতে গেলে ভারতীয় ১০০-সাউদ চামটা বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া গুলি ছোড়েন। এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রসুল। এ ঘটনায়  বিজিবি পতাকা বৈঠকের আহ্বান করলেও বিএসএফ সাড়া দেয়নি বলে জানা গেছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এম এম

প্রকাশ :মে ৭, ২০১৭ ৫:৩২ অপরাহ্ণ