স্পোর্টস ডেস্ক:
পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৯৩ রানে হারিয়েছে ভারত। শুক্রবার অ্যান্টিগায় আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে ২৫১ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। জবাব দিতে নেমে ১১.৫ ওভার বাকী থাকতেই ১৫৮ রানেই গুটিয়ে যায় উইন্ডিজ। ফলে সিরিজে ২-০ তে এগিয়ে গেল ভারত। প্রথম ওয়ানডে বৃষ্টিতে পণ্ড হওয়ার পর, দ্বিতীয় ওয়ানডেতে ১০৫ রানে জিতেছিল সফরকারী দল।
অ্যান্টিগার নর্থ সাউন্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমেছিল ভারত। মহেন্দ্র সিং ধোনির অপরাজিত ৭৮ ও ওপেনার আজিঙ্কা রাহানের ৭২ রানে ভর করে নির্ধারিত ৪ উইকেটে ২৫১ রান করে ভারত। অন্যদের মধ্যে যুবরাজ সিং ৩৯ ও কেদার যাদব অপরাজিত ৪০ রান করেন। ক্যারিবীয় বোলারদের মধ্যে মিগুয়েল কমিন্স সর্বোচ্চ ২ উইকেট নেন।
জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। ৮৭ রানে ৫ উইকেট হারায় দলটি। ষষ্ঠ উইকেটে জেসন মোহাম্মদ ও রেভমন পাওয়েল ৫৪ রানের জুটি গড়লেও তা যথেষ্ট ছিল না। জেসন মোহাম্মদ দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করে আউট হন। ৩০ রান আসে পাওয়েলের ব্যাট থেকে।
ক্যারিবীয়দের ইনিংস ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন কুলদীপ যাদব ও রবীচন্দ্রন অশ্বিন। দুজনেই নিয়েছেন ৩টি করে উইকেট। ২ উইকেট নিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। ম্যাচ সেরা হয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
দৈনিক দেশজনতা/এন এইচ