১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১১

অবসরে যাচ্ছেন দেশের প্রথম নারী বিচারপতি

নিজস্ব প্রতিবেদক:

জুলাইয়ের প্রথম সপ্তাহে অবসরে যাচ্ছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একমাত্র নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আগামী জুলাইয়ের ৭ তারিখ অবসরে যাচ্ছেন তিনি।

নাজমুন আরা সুলতানা অবসরে গেলে আপিল বিভাগে আপাতত আর কোনো নারী বিচারপতি থাকছেন না।

দেশের ইতিহাসে আপিল বিভাগের প্রথম ও একমাত্র নারী বিচারপতি হলেন নাজমুন আরা সুলতানা। এছাড়া হাইকোর্টে থাকাকালীনও তিনি প্রথম নারী বিচারপতি ছিলেন।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুন ৩০, ২০১৭ ৮:৫৫ অপরাহ্ণ