১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১২

গাজীপুরে দুই ‘জেএমবি সদস্য’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পার্শ্ববর্তী গাজীপুর থেকে মো: চান মিয়া (৩৮) ও মো: মজনু মিয়া (২৭) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা জেএমবি সদস্য বলে দাবি করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে র‌্যাব-২ এর পৃথক অভিযানে গাজীপুরের কামারজুরি রোড ও হারিকেন রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন জেএমবির রিমান্ডে থাকা সদস্যদের দেয়া তথ্য এবং গোয়েন্দা ও প্রযুক্তিগত তথ্যের মাধ্যমে র‌্যাব-২ এর একটি দল বৃহস্পতিবার রাতে গাজীপুরের কামারজুরি রোড বাতিকুলমেশর এলাকায় অভিযান চালিয়ে প্রথমে মোঃ চাঁন মিয়াকে গ্রেফতার করে। এরপর তাৎক্ষণিকভাবে তার দেয়া তথ্যের ভিত্তিতে একই রাতে গাজীপুরের হারিকেন রোড শরীফপুর এলাকায় আরো একটি অভিযান চালানো হয়। ওই অভিযানে গ্রেফতার করা হয় মজনু মিয়াকে।

র‌্যাব জানায়, ‘আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন জেএমবি সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। ইয়াছিনের মাধ্যমে তারা উগ্রবাদে উদ্বুদ্ধ হয়। এছাড়া তারা আরো স্বীকার করেছে যে- মুদি ব্যবসায়ের আড়ালে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ সাধারণ জনগণকে ফাঁকি দিয়ে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের জন্য অর্থ ও সদস্য সংগ্রহ, শারিরীক অনুশীলনের মাধ্যমে সক্ষমতা অর্জন করছে। আসামিদেরকে জিজ্ঞাসাবাদে দলের অন্যান্য সদস্যদের অবস্থান সর্ম্পকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানায় র‌্যাব।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুন ৩০, ২০১৭ ৮:০৮ অপরাহ্ণ