২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪১

রমজানের পর যে দোয়া আবশ্যক

ধর্ম ডেস্ক:

মাসব্যাপী রমজানের রোজাপালন, আমল ও ইবাদত-বন্দেগির মাধ্যমে রহমত বরকত মাগফিরাত ও নাজাত লাভে সচেষ্ট ছিল মুসলিম উম্মাহ। রমজান পরবর্তী সময়ে মানুষ যাতে ন্যায় পথে চলতে পারে সে জন্য আল্লাহর নিকট প্রার্থনা করা জরুরি।

আল্লাহ তাআলা কুরআনে এ রকমই একটি দোয়া তাঁর বান্দাদের জন্য নাজিল করেছেন। যা বান্দাকে সব সময় ন্যায় হকে পথে পরিচালিত করবে। দোয়াটি হলো-

উচ্চারণ : রাব্বানা লা তুযেগ কুলুবানা বা’দা ইজ হাদাইতানা; ওয়া হাবলানা মিল্লা দুংকা রাহমাহ; ইন্নাকা আংতাল ওয়াহ্‌হাব। (সুরা ইমরান : আয়াত ৮)

অর্থ : হে আমাদের প্রভু! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লংঘনে প্রবৃত্ত করো না; এবং তোমার নিকট থেকে আমাদেরকে অনুগ্রহ দান কর; নিশ্চয় তুমিই সবকিছুর দাতা।

প্রকাশ :জুন ৩০, ২০১৭ ৩:৪৫ অপরাহ্ণ