১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৩

সিরাজগঞ্জে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের কামারখন্দে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় শিপন (২০) নামে আরো এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোর রাতে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনিয়ে এই সংঘর্ষের ঘটনায় দুই জনের মৃত্যু হলো।
নিহত শিপন কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের বাগবাড়ি গ্রামের জাহাঙ্গীর তালুকদারের ছেলে।
কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয় পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বর সেলিম হোসেন জানান, চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর রাতে শিপনের মৃত্যু হয়েছে। তার মৃতদেহ বগুড়া থেকে সিরাজগঞ্জের বাড়িতে আনা হয়েছে।
এর আগে গতকাল বুধবার বিকেলে এই সংঘর্ষের ঘটনায় ফরিদুল ইসলাম নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকার দলীয় নেতাকর্মীদের বরাদ্দকৃত টাকার ভাগবাটোয়ারা নিয়ে গত বুধবার সিরাজগঞ্জের কামারখন্দে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বাধে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হলো।
কামারখন্দ থানার উপ-পরিদর্শক ফজলুল হক আওয়ামী লীগ কর্মী শিপনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২৯, ২০১৭ ১০:৪৯ পূর্বাহ্ণ