১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১২

আজ আদালতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

জিয়া চ্যারিটেবল ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে ঈদের চতুর্থ দিনে বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার বেগম খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জানান, বৃহস্পতিবার খালেদা জিয়া বকশীবাজারের আদালতে যাবেন।

তবে ঢাকার জজকোর্টে রাষ্ট্রদ্রোহসহ ১১ টি মামলায় হাজিরার দিন থাকলেও সেখানে যাবেন না। সকাল পৌনে দশটার দিকে গুলশানের বাসা থেকে বের হবেন তিনি।

পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত পঞ্চম বিশেষ জজ ড. আক্তারুজ্জামানের অস্থায়ী আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য রয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২৯, ২০১৭ ১০:৪২ পূর্বাহ্ণ