২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১১

সাভারে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লাখ টাকা হাতিয়ে নিল যুবলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক:

সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে যুবলীগের এক নেতার বিরুদ্ধে।
গত কয়েকদিন ধরে রাতের আধারে আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর পূর্বচালা এলাকায় বিভিন্ন বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেন তিনি। অবৈধ গ্যাস সংযোগ দেওয়ায় এলাকাবাসী ওই যুবলীগ নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।এলাকাবাসী জানায় গত কয়েকদিন ধরে কাঠগড়া দুর্গাপুর পূর্বচালা এলাকায় প্রত্যেকটি বাড়ি থেকে ৩০ থেকে ৪০ হাজার করে টাকা নিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেন আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি কুসুম মোল্ল্যা ও ২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাবিব মন্ডল।
বৃহস্পতিবার সকালে ওই যুবলীগ নেতার নির্দেশে কয়েকজন যুবক পূর্বচালা এলাকায় অবৈধ গ্যাস দেওয়ার কাজ শুরু করেন। পরে এলাকাবাসী তাদেরকে ধাওয়া দিলে তারা গ্যাস না দিয়ে পালিয়ে যায়।
সরেজমিনে ঘুরে দেখা যায় ওই অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার জন্য বিভিন্ন বাসা বাড়িতে পাইপ লাগানো হয়েছে। এলাকাবাসীর অভিযোগ অবৈধ গ্যাস সংযোগ দিয়ে যুবলীগের ওই নেতা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। আর অবৈধ গ্যাস সংযোগের কারনে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হাড়াচ্ছেন। অবৈধ গ্যাসের টাকায় ওই যুবলীগ নেতা প্রিমিয়ার গাড়িও কিনেছেন।
এ বিষয়ে আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর জানান, অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার কারনে আমরা ইতি মধ্যে যুবলীগের সহ-সভাপতি কুসুম মোল্ল্যাকে দল থেকে বহিস্কার করেছি। এছাড়া কুসুম মোল্ল্যার বিরুদ্ধে সাভারে সিটি ইউনির্ভাসিটির এক ছাত্রকে হত্যায় জড়িত থাকারও অভিযোগ রয়েছে।
অন্যদিকে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় হুমায়ন নামের এক ব্যক্তি প্রকাশ্যে এলাকায় বিভিন্ন বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে আসছেন।
স্থানীয় ২ নং ওয়ার্ড এর ইউপি সদস্য জাকির মন্ডল জানান দুর্গাপুর পূর্বচালা এলাকায় বেশীর ভাগ বাসা বাড়িতে অবৈধ গ্যাস জলছে। প্রশাসনের উচিত অবৈধ গ্যাস সংযোগ কেটে দেওয়া।
অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার বিষয়ে যুবলীগের বহিস্কৃত ওই নেতা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।
অবৈধ গ্যাস সংযোগ কারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হবে ও অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হবে বলে জানিয়েছে সাভার তিতাস গ্যাস অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমান ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২৯, ২০১৭ ১০:৫৯ পূর্বাহ্ণ