২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৪৫

রামগঞ্জে ছাত্রদলের উপর ছাত্রলীগ-যুবলীগের হামলা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরস্থ সালমা হোটেলে সোমবার সন্ধ্যায় ছাত্রদলের ঈদপুনমিলী অনুষ্ঠানে ছাত্রলীগ-যুবলীগ হামলা চালায়। এতে ছাত্রদল নেতা কাউছার মালসহ জন আহত হয়। আহতের ঢাকা ও রামগঞ্জ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৃষ্ট ঘটনার পর এলডিপির কেন্দ্রিয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক শাহাদাত হোসেন সেলিমের রতনপুরস্থ ভাড়া বাসা জান্নাত মঞ্জিলে রহস্যজনক হামলা হয়। এতে বাসার দ্বিতলার ভাড়াটে আয়েশা বেগম গুরুতর আহত হয়।
সুত্রে জানায়,সোমবার দিনব্যাপী ঢাকা মহানগর দক্ষিন বিএনপি যুগ্ন সাধারন সম্পাদক হারুনুর রশিদ উপজেলার বিভিন্ন স্থানে ঈদপুনমিলনী অনুষ্ঠানে অশ গ্রহন করে। এদিকে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে এলডিপির যুগ্ন মহাসচিব শাহাদাত হোসেন সেলিম রতনপুরস্থ ভাড়া বাসা জান্নাত মঞ্জিলের সামনে কাঙ্গালী ভোজ করে। সন্ধ্যায় হারুনুর রশিদ ও শাহাদাত হোসেন সেলিমের সমর্থক ছাত্রদলের নেতাকর্মীরা সালমা হোটেলে ঈদপুনমিলনী অনুষ্ঠন করে। খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান শুভ ও পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক সাখাওয়াত হোসেন রাজুর নেতৃত্বে যুবলীগ-ছাত্রলীগের গ্রুপ হোটেলে উপস্থিত হয়ে মারধর করে। উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাল বলেন,কাউছার মাল আমার ভাই,কিন্তু সে ছাত্রদলের রাজনীতিতে বিশ্বাসী। এনিয়ে রাজনীতি ও পারিবারিক ভাবে আমি নানা সমস্যা রয়েছি। তবে কাউছার মাল আমার ভাই হওয়ার অপরাধে বেশি মার খেয়েছে। পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক সাখাওয়াত হোসেন রাজু বলেন,আমরা সালমা হোটেলে নাস্তা করতে গেলে দেখি ছাত্রদলের নেতা-কমী জড়ো হয়ে রয়েছে। এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মালের ভাই কাউছার মাল আমাদের উপর উত্তেজিত হলে মারামারির ঘটনা ঘটে। এলডিপির যুগ্ন মহাসচিব শাহাদাতা হোসেন সেলিম বলেন,ছাত্রদল নেতা কাউছার মাল আমার সাথে রাজনীতি করার অপরাধে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি নাজিম উদ্দিন আহমেদের ইন্দনে মারধর করে এবং আমার ভাড়া বাসাতে হামলা চালায়। জান্নাত মঞ্জিলের মালিক মফিজুল ইসলাম বলেন,বাসায় হামলাকারীরা মিনিট আগে শাহাদাত হোসেন সেলিমের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে চলে যায়। শাহাদাত হোসেন সেলিম বাসা থেকে বাহির হয়ে যাওয়ার কয়েক মিনিটেই হামলা চালায়। উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি নাজিম উদ্দিন আহম্মেদ বলেন,রামগঞ্জ উপজেলাতে এলডিপির একটি ওয়াড কমিটি পর্যন্ত নেই। ছাত্রদলের পদবঞ্চিত কয়েকজনকে নিয়ে এলডিপি কমিটি করার চেষ্টা করে ব্যর্থ হয়। এতে সেলিম রহস্যজনক ভাবে হামলার নাটক করে।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুন ২৮, ২০১৭ ৯:০৭ অপরাহ্ণ