নিজস্ব প্রতিবেদক :
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বাজেটের প্রতি মানুষের আগ্রহ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আমরা বাজেটের খুঁটিনাটি বিষয়গুলো গণমানুষের কাছে উপস্থাপন করতে পেরেছি এবং বাজেট প্রক্রিয়ায় জনগণকে অধিকতর সম্পৃক্ত করতে পেরেছি।
তিনি বুধবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে সমাপনী বক্তৃতায় এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘গত ১ জুন জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনের পর সংসদ সদস্যগণের গঠনমূলক আলোচনা ও মতামত এই বাজেট প্রস্তাব চূড়ান্তকরণে বিশেষ ভূমিকা রেখেছে।’ এজন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অর্থমন্ত্রী বলেন, ‘দেশের সর্বস্তরের জনগণ, অর্থনীতিবিদ, বুদ্ধিজীবী, পেশাজীবী ও ব্যবসায়ীরা এবার বাজেট নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা করেছেন। প্রস্তাবিত বাজেটের পক্ষে-বিপক্ষে যেভাবে আলোচনা ও পর্যালোচনা হয়েছে তা ইতিবাচক মনে হয়েছে। আমাদের সরকার জনগণের সরকার। আমাদের প্রতিটি পদক্ষেপের ওপর জনগণের মতামত সঠিক পথে চলার নির্দেশনা দেয়।’
দৈনিক দেশজনতা/এন আর