১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪০

নতুন মাইলফলক ফেসবুক ব্যবহারকারী ২০০ কোটি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :

নতুন মাইলফলক স্পর্শ করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এখন প্রতি মাসে সারাবিশ্বের ২০০ কোটি মানুষ এটি ব্যবহার করে। ফেসবুক জানিয়েছে এ বছরের ৩১ মার্চ পর্যন্ত মাসে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ২০০ কোটি যা গত বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি। আর ২০১২ সালে এ সংখ্যা ছিল ১০০ কোটি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক পোস্টে বলেন, ‘আজ সকালের হিসাবে ফেসবুক কমিউনিটিতে এখন আনুষ্ঠানিকভাবে রয়েছে ২০০ কোটি ব্যবহারকারী।’ আরেকটি পোস্টে ফেসবুক ব্যবহারকারীদের অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘আপনাদের সঙ্গে নিয়ে এই এই যাত্রায় আমরা সম্মানিত।’ ফেসবুক গত পাঁচ বছরে বিপুল সংখ্যক ব্যবহারকারী তৈরি করেছে। ১৩ বছর আগে ২০০৪ সালে মার্ক জুকারবার্গ ফেসবুক তৈরি করেন। এখন পর্যন্ত এটিই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। গত ২০১২ সালের অক্টোবরে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা আনুষ্ঠানিকভাবে ১০০ কোটি ছাড়ায়। অর্থাৎ, মাত্র পাঁচ বছরে দ্বিগুণ হয়েছে এর ব্যবহারকারীর সংখ্যা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২৮, ২০১৭ ১১:৩২ পূর্বাহ্ণ