১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৮

ঈদুল ফিতরের ছুটি শেষে ফাঁকা ঢাকায় ফিরছে মানুষ

নিজস্ব প্রতিবেদক:

ঈদুল ফিতরের ছুটি শেষে সচিবালয়সহ সরকারি সব অফিস খুলছে বুধবার। তাই পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন শেষে মঙ্গলবার রাত থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকে। আবার কেউ কেউ বুধবার অফিস ধরতে ভোরেও ঢাকায় পৌঁছেছেন। বুধবার সকালে রাজধানীর সদরঘাট, কমলাপুর রেলওয়ে স্টেশন, গাবতলী, মহাখালী, সায়েদাবাদে বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকায় মানুষের রাজধানীতে ফেরার দৃশ্য দেখা গেছে।

বাস, ট্রেন ও লঞ্চের আগাম টিকিট করে বাড়ি গিয়ে গ্রামে ঈদ উদযাপন শেষে নগরবাসী আবারো ঢাকায় ফিরতে শুরু করায় রাজধানী একটু একটু করে ফিরে পেতে শুরু করেছে তার চিনচেনা রূপ। তবে ঢাকার ফাঁকা অবস্থা চলবে আরো কয়েকদিন।

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ অনেক প্রতিষ্ঠান এখনো বন্ধ থাকায় শিক্ষার্থীরা হয়তো আরো দু-চারদিন আরাম-আয়েশেই থাকবেন। এছাড়া চাকরিজীবীরা যারা ঈদে এক সপ্তাহ বা তার বেশি সময় ছুটি নিয়ে বাড়িতে গেছেন তারাও সহসাই ফিরছেন না রাজধানীতে।

ঈদ উদযাপন করতে নাড়ির টানে যারা গ্রামে গিয়েছিলেন তারা সবাই ফিরতে শুরু করলেই রাজধানীর কর্মচাঞ্চল্যও ধীরে ধীরে ফিরতে শুরু করবে। তাই শহরের চিরচেনা রূপ ফিরে পেতে আরো কিছুদিন সময় লাগবে।
ঢাকার ব্যস্ততম সড়কগুলো এখনো ফাঁকা। মানুষ ও যানবাহনের চলাচল সীমিত। হোটেল, রেস্টুরেন্টসহ অধিকাংশ দোকানপাট এখনো বন্ধই রয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২৮, ২০১৭ ১১:৪১ পূর্বাহ্ণ