১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫২

ভেনেজুয়েলায় হেলিকপ্টার দিয়ে সুপ্রিমকোর্টে হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় সুপ্রিমকোর্টে একটি হেলিকপ্টার হামলা চালিয়েছে। দেশটিতে চলমান ‘সংঘর্ষের’ মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার পুলিশের একটি হেলিকপ্টার সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে ঢুকে বোমার বিস্ফোরণের চেষ্টা চালায়। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন।
সরকারি সূত্রে জানা গেছে, মঙ্গলবার একজন সেনা কর্মকর্তা রাজধানী কারাকাসে অবস্থিত পুলিশের বিমান ঘাঁটি থেকে একটি হেলিকপ্টার ছিনতাই করে। পরে হেলিকপ্টারটি নিয়ে সুপ্রিমকোর্টের ভবনে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেন ওই সেনা কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি হেলিকপ্টার কারাকাসের আকাশে চক্কর দিচ্ছে। পরে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে সরকারি বা বেসরকারি সূত্রে এখনও এ হামলায় কোনো হতাহতের খবর জানা যায়নি। এর আগে দেশটিতে গত কয়েকদিন ধরেই মাদুরোর নেতৃত্বাধীন বাম সরকারের বিরুদ্ধে মানুষ বিক্ষোভ দেখাচ্ছে।  তাদের অভিযোগ, মাদুরোর সরকারের হাতে দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যার কোনো সমাধান নেই। বিবিসি জানায়, ১ এপ্রিল থেকে শুরু হওয়ার এই বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ৭০ জন আন্দোলনকারী নিহত হয়েছেন।
তবে বিরোধীদল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ দেশটির প্রেসিডেন্ট মাদুরোর

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২৮, ২০১৭ ১১:২৫ পূর্বাহ্ণ