নিজস্ব প্রতিবেদক:
দেশের বিশিষ্ট নজরুল সংগীত সাধক, নজরুল গবেষক ও নজরুল ইন্সটিটিউটের প্রশিক্ষক সুধীন দাস (৮১) মঙ্গলবার রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বলেন, “বিশিষ্ট সংগীতজ্ঞ ও খ্যাতিমান নজরুল সংগীত সাধক ও গবেষক সুধীন দাসের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। তিনি নজরুল সংগীতের ওপর গবেষণা ও সাধনায় ছিলেন অত্যন্ত নিবেদিতপ্রাণ একজন মানুষ। নজরুল ইন্সটিটিউটের প্রশিক্ষক হিসেবে তিনি অসংখ্য ছাত্রছাত্রীকে নজরুলের গান শিখিয়েছেন এবং তাদেরকে সুগায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে অনন্য ভূমিকা রেখে গেছেন।”
“নজরুল সংগীতের ওপর তার সাধনার জন্য সাধারণ মানুষের মধ্যে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি সংগীতপ্রিয় মানুষের মধ্যে নজরুলের গানের সুর ও বাণীর বৈচিত্র অনন্য নিপূণতায় উপস্থাপন করেছিলেন। তার মৃত্যুতে দেশ একজন গুণী সংগীত সাধককে হারালো। যার শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।”
খালেদা জিয়া বলেন, “আমি তার আত্মার শান্তি কামনা করছি এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
দৈনিক দেশজনতা/এন এইচ