১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪০

কালাপানিতে বাস উল্টে নারী-শিশুসহ নিহত ৩, আহত ১৬

নিজস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ির গুইমারার কালাপানিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ তিনজন নিহত ও অপর ১৬ জন আহত হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে মাটিরাঙা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেলে এ হতাহতের ঘটে।
নিহতরা হচ্ছেন- মাটিরাঙার খেদাছড়ার রিপন নেসা, (২৪) তার শিশু কন্যা জান্নাতুল ফেরদৌর ও হাফছড়ির বাসিন্দা তারিকুল ইসলাম (২০)।
গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুইমারা থানার ওসি তদন্ত মো. শাফিকুল ইসলাম জানান, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী এমএ মোরশেদ পরিবহনের একটি বাস কালাপানি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। সেনা ও পুলিশের সহায়তায় স্থানীয় লোকজন বাসটিকে উল্টে নিহত ও আহতদের বের করেন। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২৮, ২০১৭ ১১:১১ পূর্বাহ্ণ