১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৬

দহগ্রাম সীমান্তে গরু পাচারকারীদের ধরতে গিয়ে নদীতে ডুবল’ বিজিবি সদস্য

নিজস্ব প্রতিবেদক:

লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে গরু পাচারকারী ধরতে গিয়ে তিস্তা নদীতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র এক ল্যান্স নায়েক নিখোঁজ হয়েছেন। সোমবার গভীর রাতে তিস্তা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ সুমন মিয়াকে উদ্ধারে মঙ্গলবার সকালে ঢাকা থেকে বিজিবি’র একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ জানান, ভারতীয় তিনটি ও বিজিবি’র তিনটি স্পিডবোট তিস্তায় ওই বিজিবি সদস্যের সন্ধানে তৎপরতা চালাচ্ছে। এছাড়া ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তিস্তায় নামার প্রস্ততি নিচ্ছে।

তিনি জানান, সুমনকে খুঁজতে বিজিবির দুই শতাধিক সদস্য তিস্তা নদীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিচ্ছেন।

সুমন মিয়া রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের সদস্য। তিনি লালমনিরহাট- ১৫ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম ক্যাম্পে সংযুক্ত আছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২৭, ২০১৭ ১১:১৮ পূর্বাহ্ণ