১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৯

ভারতে ‘বাঙ্কার গুঁড়িয়ে দিয়েছে’ চীনা সৈন্যরা

আন্তর্জাতিক ডেস্ক:

সীমান্তরেখা অতিক্রম করে একদল চীনা সৈন্য ভিতরে ঢুকে দুটি বৃহৎ বাঙ্কার গুঁড়িয়ে দিয়েছে। সোমবার এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভারতীয় সেনারা তাদের বাধা দিলে চীনা সৈন্যরা পিছু হটতে বাধ্য হয় বলে জানিয়েছেন ভারতের সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে ব্রিগেডিয়ার পদমর্যাদার ওই কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “তারা আরও এগোতে চেষ্টা করেছিল এবং নিজেদের কর্মকা- ভিডিও করছিল।
“আমরা তাদের আটকাই এবং পিছু হটিয়ে দিই। তবে কোন পক্ষই গুলিবর্ষণ করেনি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’’ এই ঘটনা নিয়ে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনাও হয়েছে বলে জানা গেছে।
ভারতীয় সেনাবাহিনী বলছে, চীনাদের ‘অস্বাভাবিক আগ্রাসীভাবের’ কারণে সিকিম সেক্টরে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২৭, ২০১৭ ১১:২৩ পূর্বাহ্ণ