১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৬

এ বছরের ‘মিস ইন্ডিয়া’ মানুষী ছিল্লার

বিনোদন ডেস্ক:

ভারতে এ বছরের মিস ইন্ডিয়া হলেন হরিয়ানার মেয়ে মানুষী ছিল্লার।  রোবরাতে মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে মিস ইন্ডিয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়। খবর এবিপির আনন্দের।

মানুষীর বাবা মা চিকিৎসক, তিনি নিজেও ডাক্তারি পাস করেছেন।

এ বছর নতুনভাবে হয় মিস ইন্ডিয়া প্রতিযোগিতা দেশটির ৩০টি রাজ্যে ঘুরে ঘুরে। ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও ঝাড়খণ্ডের মেয়েরা প্রতিযোগিতায় সামিল হন। এই প্রথম ফাইনালে প্রতিযোগীরা পরেন ভারতীয় পোশাক।

প্রতিযোগিতার বিচারক ছিলেন গত বছরের মিস ওয়ার্ল্ড স্টেফানি ডেল ভালে, অভিনেতা অর্জুন রামপাল, বিপাশা বসু, বিদ্যুৎ জামওয়াল, ইলিয়ানা ডি ক্রুজ, ডিজাইনার মণীশ মালহোত্রা, অভিষেক কাপুর প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কর্ণ জোহর ও রীতেশ দেশমুখ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২৬, ২০১৭ ১২:৪৬ অপরাহ্ণ