নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামীকাল সোমবার বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে।
জানা গেছে, আজ রোববার সন্ধ্যায় চট্টগ্রামের আকাশে প্রথম চাঁদ দেখতে পান মুসল্লিরা। পবিত্র ঈদের জামায়াতের জন্যে জাতীয় ঈদগাঁহ, দেশের সব চাইতে বড় ঈদগাঁহ শোলাকিয়া সহ গুরুত্বপূর্ণ ঈদগাঁহগুলো প্রস্তুত রয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
এদিকে, আজ একবাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

