আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার প্রেসিডন্ট বাশার আল আসাদ মধ্যাঞ্চলীয় হামা নগরীতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। চলতি বছর এই প্রথম তিনি রাজধানীর বাইরে এলেন।
আসাদ রোববার আল-নূরি মসজিদে নামাজ আদায় করেন। খবর বাসস’র।
আসাদের অফিস থেকে প্রকাশিত একটি ছবিতে তাকে মসজিদের নামাজ আদায় করতে দেখা যায়।
এরপর তিনি মসজিদের বাইরে এসে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন ইসলাম বিষয়ক মন্ত্রী মোহম্মদ আবদেল সাত্তার সাইদ ও সিরিয়ার শীর্ষ আলেম আহমাদ বাদরেদিন হাসুউন।