২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৩৭

ইয়েমেনে কলেরার প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেনে কলেরার প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ ব্যাপারে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক যৌথ বিবৃতিতে জানায়, ক্রমেই দেশটিতে কলেরা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাদের হিসাবে দেশটিতে কলেরায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে।

এ প্রসঙ্গে যৌথ বিবৃতিতে বলা হয়, কলেরায় এ পর্যন্ত ১৩শ’ মানুষ প্রাণ হারিয়েছে। যার এক চতুর্থাংশই শিশু। প্রাণহানির সংখ্যা আরো বাড়বে বলে জানানো হয়েছে। তবে কলেরার প্রাদুর্ভাব কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়।

বিবৃতিতে সংস্থা দু’টি আরো জানায়, যুদ্ধ কবলিত দেশটিতে গত দুই মাসে প্রায় প্রতিটি শহরে কলেরা দেখা দিয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ৫ হাজার মানুষ কলেরায় আক্রান্ত হচ্ছেন।

উল্লেখ্য, গত দু’বছর যাবত সরকারি বাহিনীর সঙ্গে হুতি বিদ্রোহীদের সংঘর্ষে দেশটির পয়:নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে। ইয়েমেনে চলতি বছরের এপ্রিলে কলেরাকে মহামারি হিসেবে ঘোষণা দেয়া হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২৫, ২০১৭ ৮:০৫ অপরাহ্ণ