নিজস্ব প্রতিবেদক:
টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহড়ি ঢলে লালমনিরহাটের তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিশেষ করে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবস্থিত দেশের বহুল আলোচিত ছিটমহল, দহগ্রাম, আঙ্গরপোতা ও হাতীবান্ধা উপজেলার তিস্তা তীরবর্তী গ্রামগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে। শনিবার বিকেল থেকে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করে। তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে অবস্থিত দেশের সর্ব বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার খুব কাছাকাছি অবস্থান করছে।
পাউবো সূত্র জানায়, তিস্তা পাড়ের লোক জনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ভারত গজল ডোবা ব্যারেজের অধিকাংশ গেট খুলে দেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। প্রচন্ড গতিতে পানি বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। তিস্তা ব্যারেজ রক্ষণাবেক্ষণ প্রকল্পের বিভাগীয় প্রকৌশলী মোস্তাফিজার রহমান জানান, ভারতের গজল ডোবা ব্যারেজের গেট খুলে দেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। পানি নিয়ন্ত্রনে রাখতে ব্যারেজের কয়েকটি গেট খুলে দেয়া হয়েছে ।
দৈনিক দেশজনতা /এমএম