১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০০

কক্সবাজারে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ডুলাফিকার মাজার সংলগ্ন মসজিদের পুকুরে বাঁশের ভেলা নিয়ে খেলতে গিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। রোবাবর সকাল ৯টার দিকে এ ঘটনায়  স্থানীয় আবদুস সামাদের পুত্র তুহিন ও আব্দুল্লাহ এবং আবু তাহেরের পুত্র মুবিনের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরে বাঁশের ভেলা নিয়ে ৫ শিশু খেলা করার সময় ৩ জন ভেলা থেকে পড়ে গিয়ে ডুবে যায়। পরে জাল টেনে তাদের উদ্ধার করা হলেও স্থানীয় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঈদের আগের দিনের এ ঘটনায় ওই এলাকায় শোকের মাতম বইছে। বিশেষ করে সন্তান হারিয়ে ২ পরিবারের ঈদের আনন্দ পরিণত হয়েছে বেদনায়।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ২৫, ২০১৭ ১২:০৫ অপরাহ্ণ