২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:২৬

ভোলায় আজ ঈদ পালন করছে ১৪ হাজার মানুষ

এম. শরীফ হোসাইন, ভোলা ॥

সৌদি আরবের সাথে মিল রেখে ভোলার ৬ ইউনিয়নের ১৪ হাজার মানুষ আজ রবিবার পবিত্র ঈদুল ফিতর পালন করছে। সৌদি আরবের সাথে ঈদ পালন করতে পারায় তাদের মধ্যে এখন আনন্দ বিরাজ করছে।
সূত্রমতে জানা যায়, সুরেশ্বর দরবারের পীর, মাইজ ভান্ডারীয়া ও সাতকানিয়ার অনুসারীরা পৃথক পৃথকভাবে জেলার ভোলা সদর, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও তজুমদ্দিন উপজেলায় ঈদ পালন করছে। সকাল ১০টায় জেলার বোরহানউদ্দিনের মুলাইপত্তন গ্রামে ঈদের বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়। সেখানে কয়েক শ’ লোক জামাতে শরীক হওয়ার অংশ গ্রহণ করে। ওইখানকার লোকজন সৌদি, ইরাক, ইরানের সাথে প্রায় এক শত বছর যাবত ঈদ পালন করে আসছে।
বোরহানউদ্দিনের আমিন মিয়া চৌকিদার বাড়ীর মসজিদের সেক্রেটারী রহিম মাষ্টার জানান, আমরা প্রায় ১শত বছর যাবত সৌদির সাথে ঈদ পালন করে আসছি। আজ রবিবার মসজিদে ঈদুল ফিতরের নামাজ পড়তে পেরে নিজেকে ধন্য মনে করছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুন ২৫, ২০১৭ ১১:১৪ পূর্বাহ্ণ