১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৪৮

নওগাঁয় ইথেন এন্টার প্রাইজের সেলাই মেশিন বিতরন

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মেসার্স ইথেন ইন্টার প্রাইজের স্বতাধিকারী ও নওগাঁয় চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টি‘র সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল এর উদ্যোগে গরীব অসহায় দুঃস্থ পরিবারের মাঝে আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬৫ টি সেলাই মেশিন বিতরন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরন করেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক এমপি।

শুক্রবার বিকেলে শহরের নওজোয়ান মাঠে উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ বাদল  প্রমুখ। এছাড়া শুক্রবার সকালে শহরের বঙ্গাবাড়ীয়া থানার মোড়, কালিতলা পুলিশ ফাঁড়ি, পার নওগাঁ আলু পট্টি বোয়লিয়া, আরজি নওগাঁ, ডিগ্রী কলেজ মোড়ে প্রায় ২হাজার দুঃস্থ্য অসহায়দের মাঝে মেসার্স ইথেন ইন্টার প্রাইজের স্বতাধিকারী ও নওগাঁয় চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টি‘র সভাপতি ইকবাল শাহ্রিয়ার রাসেল ঈদ সমগ্রী সেমাই, চিনি, চিকন চাল, তৈল ও দুধ বিতরন করেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুন ২৫, ২০১৭ ১১:০৪ পূর্বাহ্ণ