সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি প্রস্তাবিত আশরাফ-ইব্রাহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলাদের জরায়ু ও স্তন ক্যান্সার নির্ণয় এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সপ্তাহ ব্যাপী ইটালিয়ান চিকিৎসকের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
আমেরিকা প্রবাসি ম্যালেরিয়া ও ক্যান্সার বিজ্ঞানী ডঃ আবু সিদ্দিকী খোকনের প্রচেষ্টায় নির্মিত এ হাসপাতালের সভাপতি ডাঃ গ ম আব্দুস সালাম আযাদ ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান গত ১৯ জুন থেকে হাসপাতালে বিনামূল্যে ইটালিয়ান চিকিৎসক ব্রেষ্ট ক্যান্সার রোগ বিষয়ে অভিজ্ঞ ডাঃ লোরেনা –এমডি,গাইনি/মহিলা বিশেষজ্ঞ ডাঃ সারা-এমডি,রক্ত রোগ বিশেষজ্ঞ ডাঃ ফ্রানকো এমডি মহিলাদের জরায়ু ও স্তন ক্যান্সার বিষয়ক রোগী দেখেন। এবং একই সময়ে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে পরীক্ষা নিরিক্ষা করেন প্যাথলজিষ্ট পাউলো।
জানা যায়, প্রায় প্রত্যেক দিন চিকিৎসকবৃন্দ এ সকল বিষয়ে ১০/১২ টি রোগিকে দেখছেন। এ ছাড়া বেশ কিছু মহিলাকে এ সকল বিষয়ে পরামর্শ প্রদান করছেন। উল্লেখ্য যে বিজ্ঞানী আবু সিদ্দিকী খোকন হাসপাতালটি প্রতিষ্টার পর থেকে নিয়মিত ভাবে দেশী-বিদেশী চিকিৎসকের মাধ্যমে বিভিন্ন রোগের উপর রোগীদের সেবা দিয়ে আসছেন।
দৈনিক দেশজনতা /এমএইচ