২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৩

ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৮

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক হাইড্রো অক্সাইড লিমিটেড নামক পোশাক কারখানার সামনে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ৮ জন। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন পুরুষ ও একজন নারী রয়েছে। তাদের মধ্যে একজনের নাম আবু বকর (৩০)। বাকি দুই জন অজ্ঞাত (৪০) ও (৩০)। এছাড়াও অজ্ঞাত নারীর (২৫) নাম পরিচয় পাওয়া যায়নি।

আহতদের মধ্যে রাসেল (২৩) শহিদুল (৪৫), শুভ (১৫), ইভা (২৫), অভিকে (১২) গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হচ্ছে।

কোনাবাড়ি-সালনা হাইওয়ে থানার ওসি কাজী মুহাম্মদ হোসেন সরকার ও স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে মৌচাক এলাকায় চন্দ্রাগামী যাত্রীবাহী লেগুনার সঙ্গে গাজীপুরগামী গরু বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে লেগুনার ১২ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেওয়ার পথে ৪ জনের মৃত্যু হয়।

পরে গুরুতর আহত এক নারী ও এক শিশুসহ ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ২৪, ২০১৭ ৮:২৮ অপরাহ্ণ