২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৩৫

ঢাবি উপাচার্য সিটিং অ্যালাউন্সের হিসেবে গরমিল আছে: জবি উপাচার্য

দৈনিক দেশজনতা ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রায় এক কোটি ২৫ লাখ টাকার সিটিং অ্যালাউন্স গ্রহন করেননি এই বিবৃতিতে গরমিল আছে বলে জানিয়েছেন জবি উপাচার্য ড.মিজানুর রহমান।

তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ৭ বছরে ১২৫ কোটি টাকা, মাসে ১লক্ষ ৪৮ হাজার টাকার সিটিং অ্যালাউন্স নেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এত মিটিং করার সুযোগ নাই এজন্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও ট্রেজারারের ক্ষমতা আছে। প্রোভিসি ও ট্রেজারার অধিকাংশ মিটিংয়ে সভাপতিত্ব করেন। সহকারী লেকচারার, লেকচারার সিলেকশন বোর্ড, কর্মচারী, ফাইনেন্স, টেন্ডার সবকিছুই ট্রেজারার, ও প্রো-ভিসি সব কিছুই করেন। তাহলে এটি কিভাবে সম্ভব।

এসম্পর্কে তিনি আরও বলেন, মাসে ১ লক্ষ ৪৮ হাজার টাকার সিটিং অ্যালাউন্স নিচ্ছেন না তাহলে সবারই একটা ধারনা হবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই টাকা নিচ্ছেন। তাহলে তো উপাচার্যের পদ অনেক লোভনীয় পদ হবে। টাকা পয়সা আছে এই পদে এমন মনে হবে। তিনি উপাচার্য হিসেবে যে সকল সুযোগ সুবিধা পাওয়ার কথা তার চেয়ে বেশি সুযোগসুবিধা পাচ্ছেন। তিনি সিটিং অ্যালাউন্স নেননি এটি সত্যের কাছাকাছিও নয়। কিছু লোক অসৎ কার্য সাধনের জন্য এসব কথা বাজারে ছাড়ছেন। এতে বিন্দুমাত্র সত্যতা নাই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের আর্থিক সংকট দূরীকরণকে সহজতর করতে নিজের প্রাপ্য এক কোটি ২৫ লাখ টাকার সিটিং অ্যালাউন্স গ্রহণ না করে এ দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বিশস্তসূত্রে জানা যায় যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধিষ্টিত হওয়ার পর উপাচার্য ভবনের পূর্বের সকল ফার্নিচার ফেলে দিয়ে ১০ লক্ষ ৫৬ হাজার টাকার অটোবির নতুন ফার্নিচার দিয়ে সজ্জিত করা হয়। যদিও এটি সুসজ্জিত বাংলো ছিল। পূর্বের সকল কমোড, বেসিন ফেলে গ্রিন রোড থেকে নতুন coto এর ২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে কমোড, বেসিন লাগানো হয়। যদিও পূর্বের গুলো নতুন ছিল। উপাচার্যের নতুন গাড়ি থাকতেও তার ফ্যামিলি ফুল টাইম ব্যবহারের জন্য ড্রাইভার সহ বিশ্ববিদ্যালয়ের আরেকটি গাড়ির ব্যবস্থা করা হয়। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাংলোতে রাতের ২টা পর্যন্ত ২৫ জন কর্মচারী থাকে উপাচার্যের জন্য।

অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক নিয়োগ পান ২০০৯ সালের ১৫ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়ের ৭৩ অধ্যাদেশ অনুযায়ী পরবর্তী সময়ে সিনেট কর্তৃক নির্বাচিত উপাচার্য হিসেবে প্রথম মেয়াদ এ বছর আগস্টে শেষ করবে।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ২৪, ২০১৭ ৮:১৯ অপরাহ্ণ