১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৫

ইয়াবাসহ টেলিভিশন সাংবাদিক আটক

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারে ইয়াবাসহ গাজী টেলিভিশনের টেকনাফ প্রতিনিধি নজির আহমদ সীমান্তকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১১টায় কক্সবাজার বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। আটক নজির আহমদ টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আশরাফ আলীর ছেলে। তার কাছ থেকে গাজী টিভির একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রণজিত কুমার বড়ুয়া জানান, সাংবাদিক সীমান্ত সকালে ঢাকা যাওয়ার জন্য কক্সবাজার বিমানবন্দরে আসেন। তাকে সন্দেহ হলে বিমানবন্দর কর্তৃপক্ষ তার শরীর তল্লাশি করতে চাইলে তিনি বাধা দেন।

তিনি জানান, পরে পুলিশ এসে ইয়াবাগুলো উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গাজী টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি মো. সেলিমও ৪০ হাজার পিস ইয়াবাসহ চট্টগ্রামে গ্রেফতার হয়ে জেলে আছেন।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ২৪, ২০১৭ ৮:৩১ অপরাহ্ণ