১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৬

রাজশাহীতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১ আহত ৩

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পুঠিয়ায় শনিবার ভোর ৬ টায় বালু ও আম বোঝাই দুটি ট্রাকের সংঘর্ষে একজন শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিক ফিরোজ আহম্মেদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার জয়পুর গ্রামে। তিনি ইনছার আলীর ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছে দুই ট্রাকের তিন জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার বিড়ালদহ মাইপাড়া বাজার সংলগ্ন লোহার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ শিবপুর ফাড়ির ইনচার্জ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার ভোর ৬টার দিকে বিড়ালদহ মাইপাড়া বাজার সংলগ্ন স্থানে বানেশ্বর থেকে ঢাকাগামী আম বোঝাই (ঢাকা মেট্রো- ট ১৮-৬২৯২) একটি ট্রাক ঢাকাগামী ( ঢাকা মেট্রো- ট ১১-০৪৯৯) অপর একটি বালু বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় বালু বোঝাই ট্রাকের এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।

মনিরুল ইসলাম জানান, দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ  ট্রাক দুটি ঘটনাস্থলেই আছে। এ ঘটনায় মামলা হবে বলেও জানান তিনি। স্থানীয়রা জানান, দূর্ঘটনায় দুই ট্রাকের অন্তত ৩ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নিকটস্থ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুন ২৪, ২০১৭ ২:৪১ অপরাহ্ণ