২০শে জানুয়ারি, ২০২৬ ইং | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১১:২০

ঈদুল ফিতরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক:

ঈদুল ফিতরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। শনিবার বেলা সোয়া ১১ টার দিকে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ডিএমপি কমিশনার জানান, জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে ঈদের নামাজের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া রাজধানীর অন্যান্য স্থানে অনুষ্ঠিতব্য ঈদের নামাজের জন্যও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের লোকজনও থাকবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুন ২৪, ২০১৭ ২:৪৫ অপরাহ্ণ