১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৬

বাহরাইনস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র ইফতার ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাহরাইনস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী জেলা বিএনপির ইফতারের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখর“ল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দদের বান্দরবনের পাহাড় ধসে দূর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাওয়ার পথে সরকার দলীয় ক্যাডার বাহিনীর আক্রমণে আহত হওয়ার প্রতিবাদে গতকাল মানামা আল ওসরা রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাহরাইনস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী জেলা বিএনপির সভাপতি আইটি তাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সভাপতি হামেদ কাজী হাসান। বিশেষ অতিথি ছিলেন বাহরাইনস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী জেলা বিএনপির উপদেষ্টা হাজী মো. নবী মিয়া, শাহজাহান মিয়া, কামাল মিয়া, ইব্রাহিম মিয়া।

বাহরাইনস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আরিফ রানার যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিরাজী বাপ্পী, বাহরাইনস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী জেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম, সাদেক মিয়া, শাহ মোজাম্মেল হোসেন সোকার্নো, মকবুল হোসেন, ইঞ্জিনিয়ার বেলাল হোসেন, সাদেক মিয়া, সফিকুল ইসলাম সরল, মাসুম আহমেদ, সালেহ উদ্দিন, আল আমিন খোকা, মো. আলা উদ্দিন, সাচ্চু মিয়া, ফজলে রাব্বী বাপ্পী, রুবেল মিয়া, শেখ মোঃ রশিদ, আব্দুল হাই, আল আমিন-২, মোজাম্মেল চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের জোর দাবী জানান। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামণা করে দোয়া মোনাজাত করেন আব্দুল সাত্তার।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুন ২৪, ২০১৭ ২:৩৩ অপরাহ্ণ