নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বন্দরে ১৫ লাখ পিস ইয়াবাসহ ১২ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। শনিবার ভোরে বন্দরের বহির্নোঙ্গরের গভীর সমুদ্রে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে পাঁচজন মিয়ানমারের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাউদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল গভীর সাগরে অভিযান চালিয়ে একটি ট্রলার আটক করে। ট্রলারটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছিল।
এসময় ১৫ লাখ ইয়াবাসহ ১২ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে মিয়ানমারের নাগরিকও রয়েছেন বলে জানান এই র্যাব কর্মকর্তা।
দৈনিক দেশজনতা/এন এইচ