বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
হ্যাকিংয়ের ঝুঁকিতে আছে নিরাপত্তা প্রদানকারি ভার্জিন মিডিয়ার ৮ লক্ষ গ্রাহক, ইতোমধ্যে ভার্জিন মিডিয়া তাদের গ্রাহকদের সংকেত পরিবর্তন করে হ্যাকিং থেকে নিজেদর সুরক্ষিত করতে নির্দেশ দিয়েছে। একটি অনুসন্ধানে পাওয়া যায়, গ্রাহকরা সুপার হাব রাউটারের মাধ্যমে তাদের স্মার্ট যন্ত্র পরিচালিত করে, যার মধ্যেমে হ্যাকিং করা সহজ। এরমধ্যে বাচ্চাদের খেলনা এবং গৃহস্থালির সিসিটিভি ক্যামেরা উল্লেখযোগ্য। কর্তৃপক্ষ বলেন, যদিও এই ঝুঁকি সম্ভাবনা সামান্য, তারপরও সবার উচিত তাদের রাউটার এবং অন্যান যন্ত্রের সংকেত পাল্টে ফেলা উচিত। ভার্জিন মিডিয়ার মুখপাত্র বলেন, আমরা আমাদের সিস্টেম সব সময় পরিবতর্ন ও উন্নত করি এবং লক্ষ্য রাখি বর্তমান সময়ের মান উন্নয়নের উপর। এছাড়া গ্রাহকের নিরাপত্তা আমাদের মূল দায়িত্ব এবং তা আমরা গুরুত্ব সহকারে সম্পাদন করি। কোম্পানিটি আরও উল্লেখ করে, এই সমস্যা অন্যান্য রাউটারে ও বিদ্যামান। এথিক্যাল সিকিউরিটি রিসার্চ সুপার ক্লাউড পরীক্ষা করে আরও ১৫টি যন্ত্র যার মধ্যে ৮টির বেশি যন্ত্রে প্রযুক্তিগত দুর্বলতা আছে। তাই প্রযুক্তি পণ্যের এই দুর্বলতা হোম সিকিউরিটি পণ্যের চাহিদাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। প্রযুক্তি পণ্য এবং গ্রাহকের সচেতনতাই পারে প্রযুক্তির এই হ্যাকিং রুখতে।
দৈনিক দেশজনতা/এন এইচ