বিনোদন ডেস্ক:
সেন্সরবোর্ডের বাইরে চলছিল বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোটের আন্দোলন আর ভেতরে চলছিল বস-২ ও নবাব ছবির সেন্সর প্রদর্শনী। এ সময়েই আন্দোলনকারীদের হাতে লাঞ্ছিত হন সেন্সরবোর্ড সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ। যৌথ প্রযোজনার অনিয়মের অভিযোগ এনে ছবি দুটির বিরুদ্ধে আন্দোলন করলেও দিনশেষে জয়লাভ করে বস-২’ ও নবাব। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আনকাট সেন্সর পায় ছবি দুটি।
প্রযোজক নেতা ও সেন্সর বোর্ড সদস্য নাসির উদ্দিন দিলু বলেন, ‘ছবি দুটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। এর বেশি কোনো কথা বলতে চাই না।’
এ প্রসঙ্গে জাজ কর্ণধার আব্দুল আজিজ বলেন, ছবি দুটি সেন্সর ছাড়পত্র পাওয়ায় আমরা আনন্দিত। যারা এ চলচ্চিত্র দুটির পাশে ছিলেন সেই চলচ্চিত্র পরিবারের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।’
তিনি আরও জানান ‘বস-২’ ১০০টি হলে ও ‘নবাব ১২০’টি হলে মুক্তি পেতে পারে। এ সংখ্যা বাড়া বা কমার সম্ভাবনাও রয়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ