১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১০

দক্ষিণাঞ্চলের যাত্রীদের ফেরি-ব্রিজে যত ভোগান্তি

নিজস্ব প্রতিনিধি:

সাধারণ সময়ে ঢাকা থেকে যশোর ও খুলনা যেতে সময় লাগে ৭-৮ ঘণ্টা। এখন একই পথ চলতে সময় লাগছে ১০-১২ ঘণ্টা। মাগুরার সীমাখালী ব্রিজ ভেঙে যাওয়ায় অতিরিক্ত পথ চলতে হচ্ছে ৫০-৫৫ কিলোমিটার। অপরদিকে ঢাকা-বরিশাল যেতে সাধারণ সময়ে ৬-৭ ঘণ্টা সময় লাগলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৮-১১ ঘণ্টা।যানজটের কারণ সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, দক্ষিণাঞ্চলের বরিশাল ও খুলনা বিভাগের ২১ জেলার যাত্রীরা সাধারণত যাতায়াত করেন মাওয়ার শিমুলিয়া-কাঁঠালবাড়ী এবং মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি পার হয়ে।  এই দুই ফেরিঘাটে দীর্ঘ যানজট কয়েক ঘণ্টা বাসে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। সংশ্লিষ্টরা আরও জানান, মাওয়ার শিমুলিয়া ঘাটের তিনটি পন্টুন ও কাঁঠালবাড়ী ঘাটের চারটি পন্টুন সচল রয়েছে।মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের তুলনায় রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের অবস্থা নাজুক। এ ঘাটের ৩ ও ৪ নম্বর পন্টুনের অবস্থা খুবই খারাপ।   গাড়ি হেলেদুলে ফেরিতে উঠছে। সড়ক ও জনপথ অধিদফতরের কর্মকর্তারা বলেন, সাধারণ সময়ে ঢাকা-আরিচা সড়কে ৯ হাজার থেকে ৯ হাজার ৫০০ গাড়ি চলাচল করে। ঈদে তা বেড়ে দাঁড়ায় ২০ হাজারের বেশি। এসব গাড়ির বড় অংশই ফেরিতে পারাপার হয়।   এ ছাড়া যশোর থেকে খুলনার ফুলতলার শিরোমণি পর্যন্ত সড়ক ভেঙে একাকার হয়ে গেছে।   দক্ষিণাঞ্চলের যাতায়াতের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও সোহাগ পরিবহনের মালিক ফারুক তালুকদার সোহেল বলেন, পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরিঘাটের অবস্থা ভালো নয়, ঠিকভাবে ফেরি চলে না। পর্যাপ্ত সংখ্যক ফেরি নেই। এতে গাড়ি পার হতেই কয়েক ঘণ্টা লেগে যাচ্ছে। সীমাখালী ব্রিজের কারণে এক ঘণ্টার বেশি পথ চলতে হচ্ছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :জুন ২২, ২০১৭ ১০:০৫ পূর্বাহ্ণ