১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২১

বগুড়ায় ৫ বালু ব্যবসায়ীকে জেল দিল ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক:

বগুড়া সদরের রাজাপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫ বালু ব্যবসায়ীকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করে। আজ দুপুরে এই অভিযান পরিচালনাকালে ৮টি শ্যালো মেশিন ও বালু উত্তোলন সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বগুড়া সদর সহকারি কমিশনার (ভূমি) হাবিবুল হাসান রুমি জানান, অবৈধভাবে বালু উত্তোলন রোধে অভিযানে ৮টি বালু উত্তোলনের শ্যালো মেশিন, বেশ কিছু পাইপ ও যন্ত্রাংশ পুড়িয়ে দেওয়া হয়েছে। এসময় পালিয়ে যাওয়ার মুখে ৫ বালু উত্তোলনকারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে প্রত্যেকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরো জানান, অবৈধভাবে বালু উত্তোলন রোধে ভ্রাম্যমাণ আদালত প্রায়ই পরিচালনা করা হয়। চেষ্টা চলছে যেন অবৈধ ও নিয়মের বাহিরে কেউ পরিবেশের ক্ষতি না করে। অবৈধভাবে বালু উত্তোলন না করতে পারে সে বিষয়ে মনিটরিং করা হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২২, ২০১৭ ৯:৫৭ পূর্বাহ্ণ