১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৪

রাজধানীতে অবাধ্য ছেলের হাতে পিতা খুন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর তেজগাঁ পুর্ব নাখালপাড়া এলাকায় জমি জমার জের ধরে নিজ ছেলের হাতে আঃ আজিজ (৬৪) নামের এক ব্যক্তি খুন হয়েছে।

ঘটনা টি ঘটে মঙ্গলবার (২০জুন) রাত সাড়ে ১১টার দিকে। খবর পেয়ে তেজগাঁ শিল্পাঞ্চল থানা পুলিশ বুধবার সকাল ১১টার দিকে তার নিজ বাসা থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়।

, মৃত আজিজের আর এক নুর কুতুব উদ্দিন জানায়, তারা ৪ভাই ৫ বোন। বড় ভাই নুর হোসেনের সাথে বাড়ির সম্পত্তি নিয়ে প্রায়ই ঝগড়া হয়। তার জের ধরে গত রাতে ঝগড়ার এক পর্যায়ে নুর হোসেন তার বাবা কে বাশ দিয়ে বাড়ি দেয় এবং এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পরে ঘটনা স্থলেই মারা যায়।

তেজগাঁ শিল্পাঞ্চল থানার উপ পরিদর্শক (এসআই) হৃদয় কুমার পোদ্দার জানায়, মৃত আজিজের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। এবং আঘাতের কারনেই তার মৃত্যু হয়েছে। অভিযুক্ত ছেলে নুর হোসেন কে আটক করা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২১, ২০১৭ ৬:২১ অপরাহ্ণ