২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৯

কুড়িগ্রামে ১৫ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর বাজারে অগ্নিকাণ্ডে ১৫টি দোকানঘর পুড়ে গেছে। বুধবার সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। এতে প্রায় ৭০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মঞ্চিল হক জানান, একটি জিলাপীর দোকানের চুলার উপর রাখা লাকড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আগুন আশপাশের ১৫টি দোকানে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে মুদি, কাপড়, জুতা ও বইয়ের দোকান ছিল।

কাপড় ব্যবসায়ী বিষ্ণু কুমার রায় জানান, তিনি স্থানীয় এনজিও থেকে ঋণ নিয়ে ঈদবাজার ধরতে সাড়ে ৩ লাখ টাকার কাপড় কেনেন। আগুনে দোকানের সব কাপড় পুড়ে তিনি এখন নিঃস্ব।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্র নাথ উরাঁও জানান, উপজেলা প্রশাসন ও উপজেলা ত্রাণ পুনর্বাসন অফিসের পক্ষ থেকে ঘটনাস্থলে ক্ষতির পরিমাণ দেখবে। ক্ষতিগ্রস্ত ১৫ ব্যবসায়ীকে ঘুরে দাঁড়ানোর জন্য দোকানঘর নির্মাণের সহযোগিতা করা হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুন ২১, ২০১৭ ২:০৭ অপরাহ্ণ