২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:০৫

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার মীরসরাই ও মহানগরীতে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাফাঈল মণ্ডল (৫০), মো. কাইয়ুম (২০), মো. সবুজ (২৫) ও মোশাররফ হোসেন রনি (২৪)। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার ভোরে নগরীর টাইগারপাস এলাকায় সিটি বাসের ধাক্কায় রাফাঈল মণ্ডল নামে এক ব্যক্তি মারা যান। তিনি নগরীর দামপাড়া এলাকার অমিতা মণ্ডলের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, ভোরে কর্মস্থলে যাওয়ার পথে রাফাঈলকে সিটি বাস পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে নগরীর কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় ট্রাকের ধাক্কায় মো. কাইয়ুম মারা যান। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। কাইয়ুমের বাড়ি আনোয়ারা উপজেলায় বলে জানায় পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির জহিরুল ইসলাম বলেন, রাতে বাড়ি ফেরার পথে মইজ্জারটেক এলাকায় একটি ট্রাক কাইয়ুমকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাকে স্থানীয়রা মধ্য রাতে হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে, মঙ্গলবার রাত ১০টার দিকে জেলার মীরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় দুটি মোটর সাইকেলের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, বারইয়ারহাট বাজারের মোবাইল ব্যবসায়ী রহমান টেলিকমের মালিক মো. সবুজ ও মোশারফ হোসেন রনি। জোরালগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম এ তথ্য দেন।

স্থানীয় সূত্র জানায়, রহমান টেলিকমের পরিচালক মো. সবুজ দোকান বন্ধ করে তার চাচাতো ভাই মিশুকের মোটর সাইকেলে করে বাড়ি ফেরার পথে পৌর বাজারের উত্তর বাইপাস এলাকায় বিপরীতমুখী একটি মোটর সাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সবুজ ঘটনাস্থলেই মারা যান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুন ২১, ২০১৭ ২:০০ অপরাহ্ণ