১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৪

খুলনায় ছাত্রদলকর্মীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

খুলনা ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ও ছাত্রদলকর্মী আবদুল্লাহ আল ফয়সাল শিপলু মোল্লাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর দেয়ানার নিজ বাসা থেকে শিপলুকে ডেকে নেয় দুর্বৃত্তরা। পরে তাঁকে কুপিয়ে ফেলে রেখে যায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিপলু মোল্লা দেয়ানার বাবু মোল্লার ছেলে। তাঁর চাচা কবির মোল্লা খুলনা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর।

খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মনিরা সুলতানা হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের বাবা বাবু মোল্লা এ ঘটনার জন্য স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান ও তাঁর ভাই বিপ্লবকে দায়ী করেন। তিনি বলেন, হাসানরা ১০ ভাই। তাঁরা এলাকায় খুবই প্রভাবশালী। বিপ্লব নগরীতেই পুলিশে চাকরি করে।

হত্যাকাণ্ডের খবর পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যান মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনি শিপলুর পরিবারের সদস্য ও স্বজনদের সমবেদনা জানান। তিনি এ ঘটনার জন্য দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

দৈনিক দেশজনতা/ এন আর

 

প্রকাশ :জুন ২১, ২০১৭ ১০:৩০ পূর্বাহ্ণ