ভারতের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন অনিল কুম্বলে। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বনিবনা না হওয়ার জল্পনার মধ্যেই গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নেন তিনি।
কুম্বলে প্রথমে সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের সঙ্গে যাবেন না তিনি। এরপর দায়িত্বটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ভারতের অন্যতম সেরা সাবেক এই ক্রিকেটার।
এদিকে ভারতীয় দল গতকাল মঙ্গলবার লন্ডন থেকেই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দেয়। ২৩ জুন থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যকার ক্রিকেট সিরিজ।
দৈনিক দেশজনতা/ এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

